মুসলমানী জীবনটাই এক চিরন্তন সংগ্রামী জীবন, সংগ্রাম বিমুখতার ইসলামে েকোন স্থান নেই, তাই ইসলাম ও মুসলিম বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রামে অগ্রগামীর ভুমিকা পালন করতে হবে। নতুবা জাতিকে দুশমনের নির্যাতনের যাতাকলে নিষ্পেষিত হয়ে ধুকে ধুকে মরতে হবে। “বাংলার মুসলমানদের ইতিহাস” এ প্রায় ২০০শত বছর যাবৎ মুসলমানদের প্রতি হিন্দুদের উৎপিড়ন অবিচারের কাহীনি বর্ণিত হয়েছে। অতিতের কথা কেউ কেউ মনগড়া মনে করতে পারেন। বর্তমান সময়ে ভারতে কি হচ্ছে তা কি তারা দেখছেন না? সেখানে প্রতিনিয়ত সংঘটিত লোমহর্ষক দাংগায় যে মুসলমানদেরকে নিমূল করা হচ্ছে তা কি তাদের চোখে পড়েনা? রাজ্য সরকার ও প্রধানমন্ত্রীর বৈষম্যমূলক আচরনের ও সমালোচনা করা হচ্ছে। এরপরও উগ্র মুসলিম বিদ্বেষীদের দেশ ভারতে মুসলমানদের জানমালের নিরাপত্তা কোথায়? ভবিষ্যতে হয়তো এসবের সঠিক ইতিহাস প্রণীত হবে । ……………..
বাংলার মুসলমানদের ইতিহাস
(৩য় অংশ)
রচনা -আব্বাস আলী খান
প্রকাশনা – বাংলাদেশ ইসলামিক সেন্টার, ঢাকা ।
ইচ্ছে হলে সাইন আপ করতে পারেন
Reviews
There are no reviews yet.