পুরুষ ও মহিলার নামাযের পার্থক্য সুন্নাহ, আছার ও ইজমার দ্বারা
পুরুষ ও মহিলার নামাযের পার্থক্য (সুন্নাহ, আছার ও ইজমার দ্বারা) সৃষ্টিগতভাবে পুরুষ ও মহিলা মানুষ হিসেবে সমান। এ ব্যাপারে তাদের মধ্যে কোনো তারতম্য নেই। তবে দৈহিক গঠন, সক্ষমতা, যোগ্যতা, সতর, পর্দাসহ বেশ কিছু বিষয়ে তাদের মাঝে বড় ধরনের পার্থক্য রয়েছে। পার্থক্যের এ দিকটি বাহ্যিক জীবনযাপনের মতোই ইবাদতের মধ্যেও কোনো কোনো ক্ষেত্রে রয়েছে। পদ্ধতিগত পার্থক্য বিদ্যমান […]