Description
দুরুদ ও ছালাত ও ছালাম সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর, যার দ্বার প্রান্তে রোজ হাশরে সকলেই দ্বারস্থ হবে। বর্তমানে একশ্রেনীর লোক দেখা যায়,যারা সমাজে ফিৎনা সৃষ্টির লক্ষ্যে ধর্মে নতুন নতুন আজগুবি কথা বলে বেড়ায়,যেম ন বিতর নামাজ এক রাকায়াত, তারাবী নামাজ আট রাকাত, নামাজের পড় দোয়া নেই, আমিন জোরে বলতে হবে ইত্যাদি । এহেন ফিৎনার নিরসন বহু আগেই হয়ে গেছে তা সত্বেও তথাকথিত সালাফিরা মাযহাব বিরোধী নানা তৎপরতা নিয়ে ধর্মে নতুন নতুন নিয়ম প্রদ্ধতি প্রচারে লিপ্ত। এসব নতুন নতুন বিষয়ের কথা যখন কোন পল্লীতে বসবাসরত কোন মুসলিম ভাই শুনেনতখন মনে হয় তারা আকাশ থেকে পড়েন। যে সকল মানুষ এ মতবাদ প্রচারে লিপ্ত তার কথায় কথায় বোখারী শরীফের দলিল দেয়, তাদের জ্ঞাতার্থে বলছি, বোখারী শরীফের ভুমিকা অধ্যায়ে এ ও উল্লেখ আছে যে, “আমি উক্ত কিতাবে কিছু হাদীস সংকলন করলাম, এছাড়াও অনেক সহিহ হাদীস রয়েছে” ………… আবু বকর ছিদ্দিক
সিরাতে মুস্তাকীম
(লা-মাযহাবীদের খন্ডন)
Reviews
There are no reviews yet.