ইমাম মালিক ইবনে আনাস (র) কর্তৃক সংকলিত ‘মুয়াত্তা’ মুসলিম বিশ্বের একটি বিখ্যাত হাদীস গ্রন্থ । হাদীস সংকলনের ইতিহাসে ইমাম বুখারী, মুসলিম প্রমুখ ইমামের সংকলনের পূর্বেই এই সংকলনটি প্রকাশিত হয়েছিল এবং ‘ইমাম দারুল হিজরত’ বা ‘মদীনার ইমাম’ নামে বিখ্যাত হযরত মালিক ইবনে আনাস (র) কেবল এই মুয়াত্তার সংকলকই নন, বরং একটি ফেকহি মাযহাবেরও প্রবর্তক বিধায় এই সংকলনটি দেশে দেশে বহুল পঠিত একটি গ্রন্থ। এ কারণে ইমাম বুখারীসহ উচ্চ পর্যায়ের হাদীসের হাফেজ ও ইমামগণ এ সংকলনটির ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে মুয়াত্তায় ‘সুলাসিয়ত’ বা কেবল তিনজন বর্ণনাকারীর পরেই মহানবী (সা) পর্যন্ত পৌঁছে যাওয়া সনদ থাকায় এটি অনন্য বৈশিষ্ট্যে ভাস্বর। ‘ইবনে উমর থেকে নাফি, তাঁর থেকে মালিক’ এই সনদটি হাদীস শাস্ত্রে সোনালী চেইন’ (আস-সিসিলাতুয যাহাবিয়্যাহ ) নামে খ্যাত। এ ধরনের বহু সনদ এই সংকলনে বিদ্যমান।
সুন্নিবাংলা.কম আহলে সুন্নাত ওয়াল জামাত এর অনুসারী সুন্নি আকিদা ভিত্তিক ইসলামিক ই-কমার্স প্রতিষ্ঠান।
ফ্লাট নং - এ-১, দোতলা মসজিদ এর পাশে, কালামিয়া বাজার, বাকলিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ
info@sunnibangla.com
(+৮৮০) ১৯৭৭-৭৮৫৬৭৭
(+৮৮০) ১৮৩৯-৫৪৫১৯৬