বর্তমান যুগ কি ভয়ঙ্কর অবস্থার ভিতর দিয়া যে অতিক্রান্ত হইতেছে তাহা সকলেরই জানা। কোথাও নাস্তিকতা ও ধর্মহীনতা মাথাচাড়া দিয়া উঠিতেছে। আবার কোথাও বাহায়ী ও মীরজাইয়াত ঝড় তুলিতেছে। প্রতিদিনই নূতন নূতন ফিরকা (দল) জন্ম নিতেছে। প্রত্যেক দলই কুরআন বগলদাবা করিয়াই সাধারণ লোককে ফাঁদে ফেলিবার চেষ্টা করিতেছে। কুরআন শুনাইয়া শুনাইয়া নিজ দলের সত্যতা প্রমাণ করিতেছে।
হাবীবে খোদা, রাহমাতুললিল আলামীন হুজুর আকরাম (দঃ) হচ্ছেন সর্বযুগের সর্বকালের শ্রেষ্টতম আদর্শ ।
আল্লাহপাক তাহাকে “সিরাজাম মুনিরা” বা উজ্জল প্রদীপরুপে প্রেরণ করতঃ “ওয়া রাফানা লাকা যিকরাক”
(আমি আপনার স্তুতিকে উচ্চ মর্যাদা দান করেছি) – এর সুমহান তাজ পরিধান করিয়েছেন।
যত বড় লেখক বা বক্তাই হোন না কেন, হাবীবে খোদা (দঃ) এর সামান্যতম শানও বর্ণনা করা সম্ভব নয়।
মাহবুবে খোদা (দঃ) এর এ সুবিশাল মর্যাদার বিশালতা এবং ব্যাপকতার অনুভুতি যারা স্বীয় আকিদা ও বিশ্বাসে
গেথে নিতে পারেনি, তারা ঈমান এবং ইসলামের মজা পায়নি, পেতে পারেনা। এরা ঈমানের ক্ষেত্রে এতই বিপর্যস্থ যে অনেক
সময় তারা নুর নবী (দঃ) কে সাধারণ মানুষের কাতারে এনে অবমূল্যায়ন করতে ও কুন্ঠাবোধ করেনা। অথচ হুজুর আকরাম (দঃ)
এর খাটি মুহাব্বত এবং তার মহান শানের উপলদ্ধিই হচ্ছে ইমানের মুল কথা।
সুন্নিবাংলা.কম আহলে সুন্নাত ওয়াল জামাত এর অনুসারী সুন্নি আকিদা ভিত্তিক ইসলামিক ই-কমার্স প্রতিষ্ঠান।
ফ্লাট নং - এ-১, দোতলা মসজিদ এর পাশে, কালামিয়া বাজার, বাকলিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ
info@sunnibangla.com
(+৮৮০) ১৯৭৭-৭৮৫৬৭৭
(+৮৮০) ১৮৩৯-৫৪৫১৯৬