‘আল-খাসায়েসুল কুবরা’ বিশ্ববিখ্যাত ইসলামী মনীষি আল্লামা জালালুদ্দীন আবদুর রহমান সূয়ূতী (রাহমাতুল্লাহি আলাইহি)’র একটি বিস্ময়কর রচনা। প্রিয়নবী হযরত মুহাম্মদ মোস্তফা (ﷺ)’র মহোত্তম জীবনের ৩ হাজার ৬ শত মু’জিযা সমূহ (আশ্চর্যজনক দিকগুলো) সম্পর্কিত সহীহ্ বর্ণনার এক অপূর্ব সমাহার এই মহাগ্রন্থটি। হিজরী নবম শতাব্দীর পর সারা দুনিয়াতে সীরাতে নববী (ﷺ)’র যতগুলো পরিপূর্ণ গ্রন্থ রচিত হয়েছে, সেগুলোর মধ্যে এমন গ্রন্থ খুব কমই পাওয়া যাবে যাতে ‘খাসায়েসুল কুবরা’ নামক গ্রন্থটির উদ্ধৃতি দেখা যায় না।
সুন্নিবাংলা.কম আহলে সুন্নাত ওয়াল জামাত এর অনুসারী সুন্নি আকিদা ভিত্তিক ইসলামিক ই-কমার্স প্রতিষ্ঠান।
ফ্লাট নং - এ-১, দোতলা মসজিদ এর পাশে, কালামিয়া বাজার, বাকলিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ
info@sunnibangla.com
(+৮৮০) ১৯৭৭-৭৮৫৬৭৭
(+৮৮০) ১৮৩৯-৫৪৫১৯৬