ইলমে গায়েব ২য় অংশ – প্রমাণিত দলিল
ইলমে গায়েব (২য় অংশ) দলিল দেবার পরও যারা সন্দেহ পোষণ করে আর বলে আল্লাহ নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে হয়তো সামান্য জ্ঞান দিয়েছেন, তাদের জন্য সহীহ মুসলিমের এ হাদিসটি ইমাম মুসলিম (রহঃ) হযরত ‘আমর ইবনে আখতাব (আবু যায়দ) আল–আনসারী (রাঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন: “মহানবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের সাথে ফজরের নামায […]