পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) উৎযাপন এ বির্তক নয়
হাদীস শরীফে রাসূল (সাঃ) ফরমান যে, “সর্ব প্রথম আল্লাহ্ তায়ালা আমার নূর কে সৃজন করেছেন। আমি আল্লাহ্র নূর হতে আর সমগ্র সৃষ্টিরাজী আমার নূর হতে।” [ সিররুল আসরার, পৃষ্ঠা-৩] হাদীসে কুদসিতে ইরসাদ হয়েছে, “আমি আপনাকে সৃষ্টি না করলে কোন কিছুই সৃষ্টি করতাম না।” [সিররুল আসরার, পৃষ্ঠা-৭০] আরেক হাদীসে বর্ণিত আছে, “আদম যখন পানি ও কাদার […]